বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র ,চক্রান্ত অব্যাহত রয়েছে-নাটোরে দুলু#সংবাদ শৈলীবিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র ,চক্রান্ত অব্যাহত রয়েছে-নাটোরে দুলু#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন  ,  কিছু কিছু রাজনৈতিক দল  মনে করছে নির্বাচন নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল,(বিএনপি )তারেক রহমানের নেতৃত্বে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এজন্য  বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে। তিনি বলেন বিএনপির যখন ক্ষমতায় থাকে তখনও ষড়যন্ত্র হয়। আবার বিএনপি যখন ক্ষমতায় যাবে তখনও ষড়যন্ত্র হয়। তারই অংশ হিসেবে নতুন করে নির্বাচন বাণচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে । আমিৎঅনুরোধ করবো আপনারা বিএনপি নেতাকর্মীরা সকল বিভেদ সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই ধানের প্রতীকের জয়লাভ করাতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো , এই ষড়যন্ত্র এবং চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে  হবে। কোন চক্রান্ত ষড়যন্ত্র যেন নির্বাচনকে ভন্ডুল চেষ্টা করতে না পারে সে বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে  হবে। তিনি আজ বৃহস্পতিবার  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর -২(নাটোর সদর – নলডাঙ্গা)  আসনের বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী মনোনীত করায় এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিভিন্ন স্থানে

 গণ সংবর্ধনা  অনুষ্ঠানে এই সব কথা  বলেন।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবি,নাসিম উদ্দিন নাসিম,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন  সহ বিএনপির নেতৃবৃন্দ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *