স্টাফ রিপোর্টার
নাটোর জেলা বিএনপি’র নব ঘোষিত আহবায়ক কমিটি নব ঘোষিত যুগ্ন আহবায়ক মিজানুল হক ডিউকের বাড়িতে হামলা করেছে দলীয় প্রতিপক্ষরা।ডিউকের অভিযোগ , নতুন আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।
সোমবার(৩রা ফেব্রুয়ারি) রাত ১১টায় নাটোর শহরের কানাইখালীর বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাত ১১টার সময় শহরের কানাইখালি এলাকার বাসায় মিজানুল হক ডিউক পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ ৫/৬টি মোটরসাইকেলে কয়েকজন যুবক তার বাড়ির সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে তার বাড়ির জানালার গ্লাস ও এসি ভেঙ্গে যায়। এসময় আশাপাশের লোকজন ছুটে এলে যুবকরা পালিয়ে যায়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক বলেন, বিএনপির পেছনে আমার কতটা ত্যাগ আছে তা সকলেই জানেন। জানে না শুধু নতুন নেতারা। যারা আমার বাড়িতে হামলা করেছে তাদের স্পষ্টভাবে দেখতে পাইনি ।তবে এটা সত্য যারা কমিটির পদ থেকে বঞ্চিত হয়েছে তারাই এ হামলা করেছে।
নাটোর থানার ওসি মাহাবুর রহমান বলেন, বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনার বিষয়ে কিছু জানিনা। কোন অভিযোগ পাওয়া যায়নি।
জেলা বিএনপির নতুন আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, ডিউকের বাসায় হামলা কারা করেছে তা বের করা হবে। দলের কেউ জড়িত থাকলে ছাড় দেয়া হবে না।