গুরুদাসপুরে পুকুর খননকারীদের হামলায় নারীসহ আহত ১০

  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
গুরুদাসপুরে পুকুর খননকারীদের হামলায় নারীসহ আহত ১০#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের গুরুদাসপুরে মাটি ফেলে সড়ক নষ্টের প্রতিবাদ করায় বাড়ির নারীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন মাটি ব্যবসায়ী আজিজের লোকজন। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মশিন্দা ইউনিয়নের বামোনকোলা ছোট বটতলা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাজিব হোসেন জানান, মাধরের ঘটনায় নারীসহ অন্তত দশজন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন আছে।

মাটি ব্যবসায়ী আব্দুল আজিজ উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাঁচশিশা গ্রামের মৃত সেকেন প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার তিন ফসলি জমিতে পুকুর খনন করে আসছেন। স্থানীয়দের পক্ষে নজরুল ইসলাম বাদি হয়ে পুকুর খননকারী হাফিজুল, আলতাব, বিপ্লব, বাবুসহ ৮ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হামলাকারীরা মশিন্দা চরপড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়- বেশ কিছু দিন ধরে মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকায় পুকুর খনন করছেন মাটি ব্যবসায়ী আব্দুল আজিজ, আয়ুব আলী, আব্দুল লতিফ, হাফিজুল ইসলামসহ অনেকে। তাদের খননকৃত পুকুরের মাটি বিক্রি করা হচ্ছে। আঞ্চলিক সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে মাটি বহনকারী ট্রাক্টর। ট্রাক্টরের মাটি উপচে পরে পাকা সড়কে মাটির স্তর পড়েছে। প্রখর রোধে ধুলিময় পরিবেশে আশপাশের বামনকোলা, মশিন্দা চরপড়া, মশিন্দা মাঝপাড়াসহ অন্তত ৫ গ্রামের মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালিয়েছে মাটি ব্যবসায়ীরা।

পুকুর খননকারীদের হামলায় আহত গৃহবধূ নিলুফা ইয়াসমিন বলেন- গুরুদাসপুর-কাছিকাটা আঞ্চলিক সড়কের ধারেই তাদের বাড়ি। সড়কে পড়া মাটিতে ধুলোয় আচ্ছন্ন হওয়ায় বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা ওই সড়কে পানি ছিটিয়ে দেন। পানি ছিটানোর বিষয়টি নিয়ে মাটি বাব্যবসায়ী আব্দুল আজিজের পক্ষে হাফিজুল লোকজন নিয়ে স্থানীয়দের ওপর চড়াও হন। এসময় স্থানীয় লোকজনের সাথে হাফিজুলের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন।

আহত গৃহবধু হাসিনা বেগম বলেন- রাস্তায় পানি ছিটানোর ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত হাফিজুল লোকজন নিয়ে বামনকোলা গ্রামের মজিবর, আহম্মেদ আলী ও আব্দুল মান্নানের বাড়িতে অতর্কিত হামলা চালান। এসময় বাড়িতে পুরুষ না থাকায় তাকেসহ সেলিনা বেগম (৩৫) ও সাহেদা বেগমকে (৩২) বেধড়ক পিটিয়েছেন। আহতরা হলেন- হাসান, হাসিনা, নিলুফা, খাদিজা, মামুন ইসলাম, রাব্বী প্রামাণিক। হামলাকারীদের পক্ষে হাফিজুল, আলতাব হোসেন ও তার ছেলে রিদয় আহত হয়েছেন।

এদিকে পুকুর খননকারীদের পক্ষে হামলায় অংশ নেয়া হাফিজুল ইসলাম দাবি করেন, পাকা সড়কে পানি দেওয়ায় তাদের মাটিবাহি যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছিল। এ কারণে তিনি প্রতিবাদ করায় এলাকার লোকজন তাদের ওপর হামলা চালায়। এ বিষয়ে মাটি ব্যবসায়ী আব্দুল আজিজ কোনো মন্তব্য করতে রাজি হননি।

মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী ওই হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন জানান- এঘটনায় স্থানীয়দের পক্ষে নজরুল ইসলাম বাদি হয়ে থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com