স্টাফ রিপোর্টার

টোরের সিংড়ায় বিএনপি নেতা ও জিয়া পরিষদের সদস্য,কলেজের সহকারী অধ্যাপককে কুপিয়ে ও গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ওহাব নামে এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা গেছেন তার মা সাদিয়া বেগম (৭৫)। এ সময় একটি দোকানঘরসহ পুরো বাড়ির চার পাঁচটি ঘর পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক এগারোটার দিকে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া (পালপাড়া) এলাকায় কলেজ শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর, রাত বারোটার দিকে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওহাবের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে ঘরের ভেতর আটকা পড়ে সাদিয়া বেগম দগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরপর দুইটি ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজ শিক্ষক হত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পাশাপাশি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উভয় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
তবে এ ঘটনার প্রতিবাদে সিংড়া বিএমপির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম প্রদান করা হয়।
