সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে বিএনপি এগিয়ে যাবে : পুতুলসব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে বিএনপি এগিয়ে যাবে : পুতুল


স্টাফ রিপোর্টার


নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘৫ আগস্টের পর একটি গোষ্ঠী ষড়যন্ত্র করার চেষ্টা করছে। দেশে যাতে নির্বাচন হতে না পারে তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরাচার সরকারের সময় যেকোনো ঘটনা ঘটিয়ে যেমন বিএনপির ওপর দায় চাপাত, ঠিক একইভাবে, একই কায়দায় এখন যা ঘটছে; বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে লালপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘বাংলাদেশ মানেই কিন্তু বিএনপি। আর বাংলাদেশ রুখে দাঁড়ালে কেউ পালানোর জায়গা পাবেন না। সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে বিএনপি এগিয়ে যাবে।

বিএনপি কোনো ষড়যন্ত্রকে বাধা মনে করে না।

ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে। এই গণতন্ত্রের যাত্রার পথে যারা বাধা হয়ে আসবেন তাদের কিন্তু বাংলাদেশের মাটিতে জবাব দিতে হবে।’ 
পুতুল বলেন, ‘গতকালকে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর গুলির ঘটনা অত্যন্ত দুঃখজনক। হাদি ছিলেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা।

তার ওপর হামলা মানে জুলাইয়ের ওপর হামলা। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *