রাবিয়ান নাটোর জেলার বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন#সংবাদ শৈলী
রাবিয়ান নাটোর জেলার বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী (রাবিয়ান) নাটোরের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নাটোর শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবিয়ান) নাটোরের সভাপতি রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জামায়াত ইসলামী নাটোর জেলা আমির ড.মীর নুরুল ইসলাম ,অরুণ কুমার ঘোষ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সুমধুর স্মৃতি , পরস্পরের মধ্যে মেলবন্ধন ও সহমর্মিতা প্রকাশের জন্য আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। সকলের সহযোগিতা এবং আন্তরিকতার মধ্য দিয়ে এই সংগঠনটি এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। পরে সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *