স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে প্রাক্তন স্বামীর হাতে প্রাক্তন স্ত্রী হত্যার অভিযোগ#সংবাদ শৈলী
নাটোরের লালপুরে প্রাক্তন স্বামীর হাতে প্রাক্তন স্ত্রী হত্যার অভিযোগ#সংবাদ শৈলী

নাটোরের লালপুরে ঘুরতে নিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রী তাম্মি আক্তার গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী রবিন হোসেনের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার বিকালে উপজেলা শোভদিদারপাড়া (ইউএনও পার্ক সংলগ্ন) রেললাইনে এঘটনা ঘটে।

নিহত ওই নারী তাম্মি আক্তার উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ও আটক রবিন হোসেন চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে।

জানা যায়  ববিন হোসেনের সাথে  তাম্মি আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা গোপনে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে উভয় পরিবারের কেউ এই বিয়ে মেনে নেয়নি। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সম্প্রতি তাম্মি এবং রবীনের মধ্যে পুনরায় প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার বেড়ানোর  কথা বলে দুজনে বের হয়। এরপর শোভদিদারপাড়া (ইউএনও পার্ক সংলগ্ন) রেললাইনে তাম্মিকে হত্যা করে পালানোর সময় স্থানীয় লোকজন রেবীনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে লালপুর থানার ওসি মজিবুর রহমান হত্যা ঘটনার কথা নিশ্চিত করে করে বলেন, রবীন পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এঘটনায় এখনো মামলা হয়নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *