নাটোরের বাগাতিপাড়া প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ#সংবাদ শৈলীনাটোরের বাগাতিপাড়া প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ#সংবাদ শৈলী


স্টাফ রিপোর্টার
নাটোরের বাগাতিপাড়ায় মৌসুমী খাতুন (৩২) নামের এক প্রতিবন্ধী নারীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের গাঁওপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহত প্রতিবন্ধী নারী মালিগাছা গ্রামের মৃত জামাল সরকারের মেয়ে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে আহত ওই নারীর ভাই মাহাবুর ইসলাম উপজেলা প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মৌসুমী খাতুনের বড় ভাই মাহাবুর ইসলামের সঙ্গে ওইদিন সকালে স্থানীয় জাহিদুল হাসান পাপ্পির কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পরে পাপ্পি ওই গ্রামের মো. রাজার ছেলে নয়ন আলীকে নিয়ে মাহাবুরকে মারধর করে এবং তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় মাহাবুরের বোন মৌসুমী খাতুন বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে চলে যায় ওই দুই যুবক। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রতিবন্ধী মৌসুমীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার ভাই।

সংবাদ সম্মেলনে মৌসুমীর ভাই মাহাবুর ইসলাম বলেন, ‘এ ঘটনার পর আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা গ্রহণ করেনি।’ অন্যদিকে মুঠোফোনে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে কোনো কথা না বলে ফোনটি কেটে দেন অভিযুক্ত নয়ন আলী। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, প্রতিবন্ধী নারীকে নির্যাতনের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *