স্টাফ রিপোর্টার

নাটোরের দুটি আসনের বিএনপির তিনজন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার
নাটোরের দুটি আসনের বিএনপির তিনজন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার
নাটোর ১ (লালপুর বাগাতিপাড়া)ও নাটোর ৩ (সিংড়া) আসনের তিনজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপি’র যুগ্ন সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে বহিষ্কৃত ব্যক্তিরা জানান তারা এ ধরনের কোন পত্র এখনো পাননি।
জানা যায় নাটোর -১( লালপুর বাগাতিপাড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও নাটোর জেলা বিএনপির সদস্য আরশাদ আলী রাজনকে বহিষ্কার করা হয়। অপরদিকে নাটোর ৩( সিংড়া )আসনের জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদর মাহমুদকে বহিষ্কার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় নীতি ,আদর্শ, ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উল্লেখিত নেতৃবৃন্দকে বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। এদিকে নাটোর ১ লালপুর-বাগাতিপাড়া আসনে ইয়াসির আরশাদ রাজন মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য গতকাল মঙ্গলবার ৫ঃ১০ মিনিটে আবেদন করলেও নির্ধারিত সময় পার হওয়ায় রিটার্নিং অফিসার তা গ্রহণ করেনি। অপরদিকে দাউদ আর মাহমুদ ও তাইফুল ইসলাম টিপু বলেন তারা তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে ভোট যুদ্ধে নেমেছেন। এ অবস্থায় পিছে ফিরে তাকানোর আর কোন সুযোগ নেই।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *