স্টাফ রিপোর্টার

‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন ’- এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উদয্াপন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক). নাটো’র আয়োজনে আজ ২৬ জানুয়ারি, ২০২৬, বিকাল ৪:০০টায় নাটোর পুরাতন প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সনাক সভাপতি জনাব মো: আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে নাটোরের শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীলসমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।
সনাক সভাপতি জনাব মো: আব্দুর রাজ্জাক বলেন, আমাদের সকলকে একত্রিত হয়ে এই জীবাশ্ম জ্বালানিকে না বলতে হবে। আমরা গাছ কেটে জ¦ালানি হিসেবে ব্যবহার করছি যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের পরিবেশ ও প্রতিবেশের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে এবং জীবাশ্ম জ¦ালানিকে না বলতে হবে। জীবাশ্ম জ¦ালানি ব্যবহারের ফলে আমরা প্রতিনিয়ত আমাদের পরিবেশকে হুমকির মুখে ফেলছি। যার ফলে আমাদের জলবায়ুতে নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মোটেও ভালো নয়। কাজেই আমাদের সকলকে একত্রিত হয়ে এই জীবাশ্ম জ¦ালানিকে না বলতে হবে।
সনাক সহ-সভাপতি জনাব হাফিজা খানম (জেসমিন) বলেন, আমাদের অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতে হবে। আর ভবিষ্যৎ প্রজন্মের নিরপত্তার কথা চিন্তা করে আমাদের অবশ্যই নবায়নযোগ্য জ¦ালানী ব্যবহারের উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, গোটা বিশ^ আজ নবায়নযোগ্য জ¦ালানি ব্যবহারে উদ্যোগ গ্রহণ করছে, আমাদের সৌরশক্তি, বায়ুশক্তি ও জলবিদ্যুৎ শক্তির মতো নবায়নযোগ্য জ¦ালানির ব্যবহার বাড়াতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সনাক, ইয়েস, এসিজি ও টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনটিতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে টিআইবি’র দাবি সমূহ উপস্থাপন করা হয়।
