স্টাফ রিপোর্টার

নাটোর ১ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম উত্তোলন#সংবাদ শৈলী
নাটোর ১ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম উত্তোলন#সংবাদ শৈলী


নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ্িসলাম টিপুর পক্ষে সহকারী রিটার্নিং অফিসারের নিকট হতে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার  ও সহকারী রিটার্নিং অফিসার  জুলহাস হোসেনের কাছ থেকে এই মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সাবেক সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানার, তাইফুল ইসলাম টিপুর চাচাত ভাই আব্দুর রশিদ সরকার, বাগাতিপাড়া উপজেলা বিএনপির নেতা শামিম সরকার প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন জানান, এ পর্যন্ত লালপুর উপজেলা থেকে এদুইজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এছাড়া যারা মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছেন, তাদের সবাইকে নির্বাচনী আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *