স্টাফ রিপোর্টার

নলডাঙ্গায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহাফিল #সংবাদ শৈলী
নলডাঙ্গায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহাফিল #সংবাদ শৈলী
 নাটোরের নলডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ অংশগ্রহণ করে।
বুধবার(৩১ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক এম. এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর শোকার্তে ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস.এম.জাহিদুল ইসলাম জাহিদের সৌজন্যে নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,নলডাঙ্গা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক মোঃ জিয়াউল হক জিয়া,উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রব,
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ জাফর মাস্টার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোঃ মোহসিন,
পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ জিল্লুর ভান্ডারী,বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম,বিএনপি নেতা চন্নুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
এছারা উপজেলার মাধনগর ও বাঁশিলায় বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে লালপুর ও সিংড়ায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা, কোরআন খতম,দোয়া ও মোনাজাত করা হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *