স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের এক কৃষি খামারে নিরব (১৩) নামের এক কিশোর এর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১জানুয়ারি ২০২৬) দুপুর একটার সময় নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর কৃষি খামার ১০ নাম্বার প্লটের ড্রেনে এই লাশ উদ্ধার করা হয়।নিহত নিরব উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের নাছির উদ্দিন এর ছেলে। নিরব বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয় এর ৭ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল তিনটার সময় হঠাৎ নিরবের ফোনে একটি ফোন আসলে সে বাসা থেকে বের হয়। তারপর থেকে আর বাড়িতে ফিরে নাই। নিরব পরিবারের বড় ছেলে তার ছোট্ট একটি ভাই রয়েছে।
এ বিষয়ে গোবিন্দপুর কৃষি খামারের প্রধান জুয়েল হোসেন বলেন, আমাকে ওই ব্লকের ওয়াচম্যান ফোন দিয়ে জানালো যে স্যার ড্রেনে একটি লাশ ভাসছে আমি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে লালপুর থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। আসামি সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
