স্টাফ রিপোর্টার
বি

এনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ নাটোরের বিএনপি নেতাকর্মীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকালে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলাইপুরে ভীড় জমতে থাকে নেতাকর্মীদের।
খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা এবং অর্ধনিমিত রাখা হয় জাতীয় ও দলীয় পতাকা।
আয়োজন করা হয় কোরান খতমের।সেখানে আলেম ওলামারা কোরান খতম দেয়া শুরু করেছেন। নেতাকর্মীরা সকলেই কালো ব্যাচ পরিধান করেছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন আপোষহীন নেত্রী এবং ঐক্যের প্রতীককে হারালেন এবং বিএনপি নেতাকর্মীরা হারালেন তাদের অভিভাবককে বলে মন্তব্য করেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সংবাদপত্রে পাঠানো এক বিঞ্জপ্তীতে দুলু বলেন , মহাকালের, মহাকাব্যের আপোষহীন নেত্রী, বাংলাদেশের অভিভাবক ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে নাটোরবাসীর পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি। বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপোষহীন নেতৃত্বের কারণে জাতি বার বার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতি তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানান। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি ও সবার নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ্ তাঁকে জান্নাত নসিব করুন ।
