নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে তারেক রহমানের শঙ্কা#সংবাদ শৈলীনির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে তারেক রহমানের শঙ্কা#সংবাদ শৈলী

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচন ঠিক সময়ে হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনমনে প্রশ্ন উঠেছে, ঠিক সময়ে নির্বাচন হবে কি না। বর্তমান পরিস্থিতির ফলে কোনো অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হয় কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে।’

তারেক রহমান বলেন, ‘কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে, অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।’

বিএনপি শিগগিরই ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেয়, সবাই নিজেদের রেষারেষি ভুলে তাকে মেনে নিতে হবে। শিগগিরই ঘোষণা করা হবে বিএনপির ৩০০ আসনের মনোনয়ন।
দেশ এবং জনগণের স্বার্থে দল যাকে মনোনয়ন দেবে, তাকে মেনে চলা উচিত।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *