স্টাফ রিপোর্টার
নাটোর সদর উপজেলার হালসা হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে মন্ডল পরিবারের আপন ভাই ভাতিজাদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ৫ পাঁচজন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধায় নাটোর সদর উপজেলার হালসা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধায় হালসা বাজারের ইজারার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে হালসা বাজারে আপন দুই ভাই হালসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মণ্ডল ও হালসা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মণ্ডলের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাফর মন্ডল(৫০), তার ছেলে পাপ্পু মন্ডল (২৫),ও পলাশ মন্ডল(২২) , এবং মাজেদ মন্ডলের ছেলে মাহি মন্ডল (২৫) ও মাজহারুল ইসলাম বেলজু মন্ডল (৩৫) নামে উভয় পক্ষের পাঁচজন আহত হয়।
এ বিষয় নাটোর আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তুহিন বলেন, সন্ধার পরে পাঁচজন আহত রোগীকে সদর হাসপাতালে আনা হয়েছিল। তাদেরকে তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হালসা ইউনিয়নের তহশীলদার মুঞ্জুরানী জানান, হাটের এ বছর সরকারী ইজারার ১৮ লক্ষ টাকা নির্ধারণ ছিল। তিনবার ইজারা বিজ্ঞপ্তি দিয়ে নির্ধারিত মূল্য না পাওয়ায় প্রতি হাট বারে স্থানীয় ভাবে ইজারা আদায় করার জন্য মাজেদ মন্ডলকে আদায়কারী নিযুক্ত করা হয়।
নাটোর থানার অফিসার ইনজার্চ মাহাবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।এঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হরে বলে জানান তিনি। #

