স্টাফ রিপোর্টার
উপার্জনের শেষ সম্বল দুটি গরু চুরি হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন বৃদ্ধা জরিনা বেগম। সামবার (২৭ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে নলডাঙ্গা উপজেলার মির্জাপুরদীঘা গ্রামে জরিনা বেগমের বাড়িতে গরু দুটি চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধা জরিনা বেগম জানান, সোমবার সন্ধ্যায় রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ১টায় দরজার পাশে শব্দে জেগে উঠেন বৃদ্ধা জরিনা। বাইরে বের হলে চোরেরা পালিয়ে যায়। গোয়াল ঘরে গরু দেখে আবার ঘুমিয়ে পড়েন তিনি। পরে সকালে ঘুম থেকে উঠে দেখেনন তার গোয়াল ঘর ফাঁকা, গরু দুটো নেই। এসময় সব হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন গরুর মালিক জরিনা বেগম।
জরিনা বেগম বলেন , দেড় বছর আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি গাভি কিনেন বৃদ্ধা জরিনা বেগম। সেই গভীর দুধ বিক্রি করে এনজিওর কিস্তি চালাতেন এবং চার সদস্যের পুরো সংসার চলতো। এখন কিস্তির টাকা কি করে দেব আর পরিবারের খরচ কীভাবে মিটাব
প্রতিবেশী আশিকুর রহমান জানান, জরিনা বেগমের পরিবার খুবই অসহায়। গাভির দুধ বিক্রির টাকায় তাদের সংসার চলতো। গরু চুরি হওয়ায় পরিবারটি খুব অসহায় হয়ে পড়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।#
ছবি ক্যাপশান -শুন্য গোয়াল ঘরে অশ্রু শিক্ত জরিনা বগেম । ছবি- কালের কণ্ঠ।
শুন্য গোয়াল ঘরে দাড়িয়ে অশ্রু শিক্ত জরিনা বেগম#সংবাদ শৈলী 