স্টাফ রিপোর্টার
নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও ৬১ নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের দ্বিতীয় নামাজে জানাজা বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে মরহুম কুদ্দুসের কফিনে উত্তরাঞ্জলেরর বিভিন্ন জেলা থেকে আসা নেতবৃন্দ জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে অনুষ্ঠিত হয় জানাজা। জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিয়িাম সদস্য এসএম খায়রুজ্জামান লিটন, সংসদদের ডেপুটি স্পিকার সামসুল হক টুকু, আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সম্পাদক এসএম কামাল এবং আব্দুল কুদ্দুস এমপির ছেলে আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন। পরে নামাজা জানাজা শেষে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে এমপি আব্দুল কুদ্দুসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন । এরপর আব্দুল কুদউদসের মরদেহ গুরুদাসপুর হাইস্কুল মাঠে নেয়া হয়। সেখানে তৃতীয় দফা জানাযা শেষে আব্দুল কুদ্দুস এমপির মরদেহ গ্রামের বাড়ি বিলশা গ্রামে নিয়ে যাওয়া হয়।সেখানে আরেক দফা জানাযা ষেষে তাঁর মরদেহ সমাহিত করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য বৃন্দ , জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মি সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মরহুমের প্রথম নামাজে জানাযা বুধবার ন্যাম ভবন মসজিদে অনুষ্ঠিত হয়।
দলীয় ও পারিবারিক সুত্রে জানা যায় , সোমবার সন্ধায় শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট নিয়ে দ্রæত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শ্বাসকষ্ট কন্ট্রোল করা কঠিন হচ্ছিলো এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছিলো। যার কারনে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই বুধবার সকালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।