স্টাফ রিপোর্টার:


আগামী ২৬ অক্টোবর নাটোরে আসছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আমন্ত্রণে তিনি নাটোরে আসবেন। এই উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির সাথে ওলামা দলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে প্রস্তুতি সভা থেকে জানানো হয়েছে।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, ওলামা দলের রিয়াজুল হক মমিন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *