ছাত্রদল নেতার হামলায় আহত খায়রুল ইসলাম#ছবি= সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন (২৮) বিরুদ্ধে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার গোয়ালফা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী খাইরুল ইসলাম মোল্লা (৩৬) বাদি হয়ে শিহাব উদ্দিন, রসুল ইসলাম (৪৫) ও অজ্ঞাত আরো ০৭ থেকে ০৮ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।শিহাব উদ্দিন তিরাইল গ্রামের আজাদ আলীর ছেলে ও মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
ভুক্তভোগী ব্যাক্তি নাম খায়রুল ইসলাম। তিনি গোয়ালফা গ্রামের মৃত আব্দুস সামাদ মোল্লা ছেলে। তাকে স্থানীয় ব্যাক্তিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খায়রুল ইসলাম বলেন, আমি মৌখাড়া হাট ইজারাদার ও পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের ব্যবসা করি। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেল বিক্রি করে আরেকটি মোটরসাইকেল করে বাড়িতে ফিরতে ছিলাম। গোয়ালফা গ্রামের আজিজল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তা উপর শিহাব উদ্দিন ১০ থেকে ১২জন লোকজ কে সাথে নিয়ে আমার পথরোধ করে। তারা আমাকে মটরসাইকেল থেকে নামিয়ে দেশিয় অস্ত্রো দিয়ে মারপিট করে। এসময় আমার কাছে থাকা এক লক্ষ আঠার হাজার টাকা ও স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরো বলেন, মাথায় সেলাই, ডান হাত ভেঙ্গে গেছে, বাম হাতে আঘাত লাগছে। আমিও বিএনপির একজন কর্মী। আমাকে এভাবে মারপিট করে টাকা পয়সা ছিনিয়ে নিল। তাহলে সাধারণ জনগনের কি অবস্থা হতে পারে। এই ঘটনায় আমি বিচার চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, খাইরুল ইসলাম মোল্লা নামের এক ব্যাক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে।
শিহাব উদ্দিন বলেন, আমার বিষয়টি জানা নাই। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, প্রাথমিক ভাকে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।**

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *