নাটোরে আইনগত সহায়তা প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত #সংবাদ শৈলীনাটোরে আইনগত সহায়তা প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত #সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার:

ভয়েসস ফর চেইঞ্জ প্রকল্পের আওতায় নাটোরে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খান ফাউন্ডেশন এবং সহযোগী সংস্থা আলো নাটোরের বাস্তবায়নে এবং এসডিসি ও কানাডার আর্থিক সহায়তায় মঙ্গলবার সকাল ১০টায় নাটোর সদর উপজেলা কনফারেন্স হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিষ্টিক প্রজেক্ট অফিসার শাহীনা লাইজুর সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ, এনজিও সংস্থা আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নিলা,     উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা, উপজেলা শিক্ষা অফিসার কর্মকর্তা নুর উন- নাহার রুবিনা,  উপজেলা সমাজসেবা অফিসার, মোহাম্মদ পিয়ারুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান, উপজেলা সমবায় অফিসার মঞ্জিরা পারভীন, প্রজেক্ট অফিসার সৈয়দা তাহেরা খানম ও মো: মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয়ের প্রোগ্রামার মোহাম্মদ ফরিদ মিয়া, উপজেলা লিগেল এইড  কমিটির সদস্য বৃন্দ।

সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করতে উপজেলা লিগ্যাল এইড কমিটির পাশাপাশি ইউনিয়ন লিগ্যাল এইড  কমিটিকে সক্রিয় করতে হবে।  মূলত লিগ্যাল এইড সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য সরকারি দপ্তর সহ  সবাইকে একযোগে কাজ করতে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *