নাটোরে  ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২#সংবাদ শৈলীনাটোরে  ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোর   ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  আজ সোমবার (৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের নারায়নপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজরামপুর পৌরসভার নিমগাছী গ্রামের মিন্টু রহমানের ছেলে সেলিম আহম্মদ (২৬) এবং একই জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের দাদন চক এলাকার মো. সাদেকুল ইসলামের ছেলে মো. জুবায়ের ইসলাম ওরফে আশিক (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মাদকদ্রব্য উদ্ধার ও চেকপোস্ট ডিউটির সময় নারায়নপাড়া গ্রামের ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়।

এ সময় দুজনকে আটক করা হয়। গ্রেপ্তার সেলিম আহম্মদের কাছ থেকে ৮ কেজি এবং জুবায়ের ইসলাম আশিকের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ ঘটনায় নাটোর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *