এয়ারগান দিয়ে গুলি করার ঘটনায় আটক তিন যুবক#সংবাদ শৈলীএয়ারগান দিয়ে গুলি করার ঘটনায় আটক তিন যুবক#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী -৩৫ নামে এক ব্যক্তিকে এয়ারগান দিয়ে গুলি করে গুরুতর আহত করেছে তিন যুবক। আহত যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় তিনজনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে।আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, রিপন কাজীর বাড়ির সামনে ভবানীপুর গ্রামের জাহিদ, সামাউন ও আশরাফুল এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এসময় রিপন কাজী তাদের পাখি শিকার করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ হাতে থাকা এয়ারগান দিয়ে রিপন কাজীর পেটে গুলি করে।
আহত অবস্থায় স্থানীয়রা রিপন কাজীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান, তার পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে আছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এতে স্থানীয় লোকজন ক্ষুদ্ধ হয়ে ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে পিটুনি দিয়ে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের একটি ১০০ সিসির মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *