নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার#সংবাদ শৈলীনাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোর শহরের লালবাজারে নিজ বাসা থেকে আইনজীবী ভাস্কর বাগচির (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের লালবাজার এলাকার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি নাটোর জজ কোর্টের আইনজীবী ও আইকর উপদেষ্টা এবং নাটোর জেলা হিন্দু মহাজোটের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে শহরের লালবাজারে নিজ বাসার সিড়ির নিচে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন সহকর্মী ও স্থানীয়রা।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবং কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *