নাটোরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন#collection picনাটোরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন#collection pic

নাটোরের ৭টি উপজেলায়  উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে

 শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জেলায় ৩৬৮টি  মণ্ডপে জাঁকজমকভাবে পূজা উদযাপিত হয়।

এবারের পূজায় বিশেষ দিক ছিল জেলার সকল রাজনৈতিকদল ,জেলা প্রশাসনের  সার্বিক সহযোগিতায়এবং আ্ইন শৃংখলা বাহিনীর কার্যকর ভুমিকা  সনাতনী ধর্মাবলম্বীরা নির্ভয়ে ও সংশয়হীনভাবে উৎসব পালন করতে সক্ষম হন। ফলে সর্বত্র বিরাজ করেছে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির পরিবেশ।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা বালেন, এবারের পূজা উদযাপনে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেয়েছেন। 

তিনি বলেন ভক্তরা সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করেছেন। কোনো ধরনের শঙ্কা ছিল না। কোথাও কোন প্রকার অপ্রিতীকর ঘটনা ঘটেনি। পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্র নাথ রায় বলেন এবার ফূজা উদযাপন ছিল অনেক বেশী সুশৃংখল। তিনি বলেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছেন। তবে কোনরুপ হস্তক্ষেপ করেননি।

স্থানীয় দর্শনার্থীরা বলেন, আমরা প্রতি বছরই পূজায় আসি, কিন্তু এবারের পরিবেশটা ছিল অন্যরকম। শান্তি, আনন্দ আর নিরাপত্তার মধ্যে পূজা পালন করতে পেরে আমরা খুব খুশি।

সরজমিনে দেখা যায় নাটোর শহরের বিভিন্ন পূজা মন্ডপ থেকে বিকাল থেকে র্যা লী নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে সুশৃংখল ভাবে নেচে গেয়ে ট্রাকে করে  প্রতিমা নিয়ে নাটোর রাজবাড়ী জয়কালী দিঘিতে প্রশাসনের তৈরি কাঠ দিয়ে নির্মিত  বিসর্জন প্লাট ফরমে নিয়ে আসেন। এরপর নৌকায় তুলে প্রতিমা বিসর্ন দেন।মধ্যরাত অবধি চলে বিসর্জন।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রিতির দেশ। এবারে নাটোরের শান্তিপূর্ণ পূজা উৎসব তারই উদাহরণ।

 পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন ,শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে ছিল। এছাড়া হিন্দু মুসলিম সকলের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সফল হয়েছি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *