স্টাফ রিপোর্টার
পূজা, আরাধনা, আরতি ও ভক্তদের ঢল থেকে আজ দেবী দুর্গা বিদায় নেবেন। মর্ত্যলোক ছেড়ে তিনি যাবেন কৈলাসে। অশ্রুসজল চোখে হিন্দু ধর্মাবলম্বীরা বিসর্জন দেবেন প্রতিমা। ভাঙবে পাঁচ দিনের মিলনমেলা।নাটোরে উৎসাহ ও উদ্দীপনায় সিঁদুর খেলা ও দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
সকালে দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা। এরপর থেকেই দুর্গার বিদায়ের সুর বেজে ওঠে ভক্তকূলের মনে।
শঙ্খ, উলুধ্বনি, ঘণ্টা ও ঢাকঢোলের শব্দে মুখরিত হয় মণ্ডপগুলো। একইসঙ্গে ভক্তদের মধ্যে দেখা যায় দেবীকে বিদায়ের বিষাদ, অন্যদিকে সিঁদুর খেলার আনন্দঘন মুহূর্ত।
পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টা থেকে জেলার ছোট রাজবাড়ি সংলগ্ন জয়কালী দিঘীতে শুরু হবে প্রতিমা বিসর্জন।