টানা ৪ দিন বন্ধের পর নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু। ছবি--সংবাদ শৈলীটানা ৪ দিন বন্ধের পর নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু। ছবি--সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার
টানা ৪দিন বন্ধ থাকার পরে সন্ধা ৬টা ৪০ মিনিটে নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে। নাটোর বড় হরিশপুর বাস টার্মিনাল থেকে ঢাকাগামী বাসগুলি ছাড়তে শুরু করে।নাটোর ঢাকা কোচ কাউন্টারের কর্মচারীরা বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে দুপুর ধেতে ঢাকাগামী বাস চলাচল শুরু করলে বিকালে তা বন্ধ হয়ে যায়। 
পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে ২২ও ২৩ সেপ্টেম্বর  কর্মবিরতি পালন করে চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও নাটোর হয়ে ঢাকাগামী বাসের শ্রমিকরা ।পরে মালিক শ্রমিক আলোচনার মাধ্যমে কিছু বেতন বৃদ্ধির প্রেক্ষিতে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু মালিকপক্ষ বৃহস্পতিবার মধ্যরাত থেকে বর্ধিত বেতন ভাতা দেওয়া সম্ভব নয় বলে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে চাপাই ,রাজশাহী ও নাটোর থেকে হানিফ শ্যামলী ,দেশ ,ন্যাশনাল ও কেটিসির মত ভিআইপি বাস চলাচল বন্ধ হয়ে যায়। একারণে ভোগান্তিতে পড়ে ঢাকা গামী যাত্রীরা।শুধু তাই নয় দুর্গা পূজার ছুটিতে লোকজন ঢাকায় যাওয়া বা আসার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়।
তবে একতা পরিবহন সহ স্থানীয়ভাবে কিছু বাস নাটোর-ঢাকা চলাচল করছে।  এ বিষয়ে হানিফ কাউন্টারের কাউন্টার মাস্টার খন্দকার কোরবান বলেন, মালিকদের নির্দেশে কিছু  বাস চলাচল শুরু হলেও বেলা ৪টার দিকে আবার বন্ধ করে দেয়ার নির্দেশ দেন মালিক পক্ষ। ফলে পুনরায় বন্ধ রাখা হয় বাস চলাচল। তবে স্ধায় পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। তবে আমাদের জানানো হয়েছে রাজশাহীর কোন শ্রমিক বা চালককে বাসে নেয়া যাবে না।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, মালিক পক্ষের সাথে শ্রমিক প্রতিনিধিরা সমস্যার সমাধানে আলোচনার প্রেক্ষিতে বাস চলাচলের সিদ্ধান্ত গৃহিত হয়। তবে বেতন বৃদ্ধির বিষয়টি অমিমাংসিত রয়েছে। ১৫দিন পরে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে পুনরায় মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়।  পরে মালিক পক্ষের সাথে যোগাযোগ করার পরে সন্ধায় নাটোর থেকে ঢাকা বাস চলাচল শুরু করে।
রেজাউল করিম রেজা 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *