সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপি চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আয়োজন করে তরুণের সমন্বয়ে সংগঠিত স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী শ্রী উন্নয়ন সংস্থা।
দিন ব্যাপি তিন শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের সমন্বয়ে পল্লীশ্রী স্বেচ্ছায় রক্তদান গ্রুপ খোলা হয়। প্রসূতি মা ও সড়ক দূর্ঘটনায় আহতদের স্বেচ্ছায় রক্তদানের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে এই গ্রুপ খোলা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
পল্লী শ্রী উন্নয়ন সংস্থার সভাপতি রনজিত কুমার জানান, নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় সড়ক দূর্ঘটনা বেশি ঘটে থাকে এবং চলনবিল অধ্যুসিত এলাকা হওয়ায় প্রসূতি‘মা’দের জন্য রক্ত সরবরাহ কষ্ঠ সাধ্য।
এসব দিক বিবেচনা করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের সমন্বয়ে একটি স্বেচ্ছায় রক্তদান গ্রুপ খোলা হয়েছে। এরপর থেকে এলাকার প্রসূতিমা ও সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রয়োজনে যে কোন গ্রæপের রক্ত সরবরাহে তার সংগঠনের এক ঝাঁক তরুণ কাজ করবেন।
তিনি আরো জানান, ২০১১ সাল থেকে সিংড়ার চলনবিলের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সংগঠনটি ভূমিকা পালন করে আসছে। স্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীজুনাইদ আহমেদ পলক এমপির সহযোগিতায় “করিবো রক্তদান, গাইবো মানবতার জয়গান” এই শ্লোগান নিয়ে তারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সমাজের অসহায় ব্যক্তিদের জন্য রক্তদান কর্মসূচি হাতে নিয়েছেন।
এসময় পল্লী শ্রী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।