স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি রামাগাড়ি এলাকায় নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে ইকবাল হোসেন (১৭) নামে এক কিশোর। রবিবার দুপুর ১টার দিকে রামাগাড়ি ব্রিজ পয়েন্টে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যায় সে। দীর্ঘ প্রায় ২ ঘন্টা অর্ধ শতাধিক স্থানীয় লোকজন তল্লাশি চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত ইকবাল পিতৃ-মাতৃহীন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। শিশুকাল থেকে সে রামাগাড়ি গ্রামে নানি হনুফার কাছ বড় হয়েছে।
জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর নদীতে ডুবে কিশোরের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।