জেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আছমা শাহীন #সংবাদ শৈলীজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আছমা শাহীন #সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোর অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে স্লোগানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রবিবার সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটি (টিআইবি)নাটোর শাখার উদ্যোগে মানব বন্ধন করা হয়। অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । সচেতন নাগরিক কমিটির সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নরেশ কুমার উরাও, এনজিও প্রতনিধি মাকসুদা বেগম, সচেতনতন নাগরিক কমিটি নাটোর শাখার সহ সভাপতি শিবলি সাদিক প্রমুখ। সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহীতা নিশ্চিত করার জন্য ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করা হয়। এই আইনের আওতায় দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এমন কয়েকটি বিষয়বাদে তথ্য প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য। কিন্তু এখনও এই আইনটি বাস্তবায়নে কোন কোন অফিস নানা ভাবে কালক্ষেপন ও তথ্য প্রদানে অনিহা লক্ষ্য করা যায়। এমবস্থায় স্বাধীন তথ্য কমিশন গঠন গণতন্ত্রের জন্য জরুরী। কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তথ্যই শক্তি হিসেবে কাজ করে।


অপরদিকে দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হায়াত,সচেতন নাগরিক কমিটির সভাপতি রেজাউল করিম রেজা, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান, আলোর নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা প্রমুখ। সভায় জেলা তথ্য অফিস তথ্য অধিকার আইন ও সচেতন নাগরিক কমিটি ওয়েব সাইটের আপডেট সংক্রান্ত রিপোর্ট পেশ করেন। সভায় জেলা প্রশাসক আসমা শাহীন বলেনম সুশাসন এবং জবাবদিহী মূলক কর্মকান্ডকে এগিয়ে নিতে তথ্যকে সহজ লভ্য করতে হবে। এ বিষয়ে সকল দপ্তর ও অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যভস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *