স্টাফ রিপোর্টার
নাটোরে নিষিদ্ধ ঘোষিতছাত্রলীগ কর্মীদের হামলায় নাটোর সিটি কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক রুদ্র গুরুতর আহত হয়েছে। উপুর্যরি ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের তিনটি রগ কেটে গেছে। মঙ্গলবার( ২৩ শে সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইবনে জিদান রুদ্র ২০ নাটোর শহরের উত্তর বড়গাছা (হাফরাস্তা )এলাকার ইবনে মিজানের ছেলে। আহত ছাত্রদল নেতা রুদ্র জানানজানান, তিনি মোটরসাইকেল নিয়ে সন্ধ্যার দিকে তার এক বন্ধুসহ স্টেডিয়াম মার্কেট থেকে আলাইপুর মহল্লায় তার চাচার বাড়ি ফিরছিলেন। চাচার বাড়ির সামনে মোটরসাইকেল থেকে নামার সময় ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রাকিবের নেতৃত্বে আসিফ,সজল কদরসহ ৭-৮ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি ও তার বন্ধু সাকিব আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নেওয়ার পরে অবস্থার কিছুটা উন্নতি হয়।
রুদ্রর বাবা ইবনে মিজান জানান, ধারালো অস্ত্রের আঘাতে রুদ্রর হাতের তিনটি রগ কেটে গেছে এবং পিঠে গুরুতর যখন হয়েছে। এছাড়া আমলা ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রুদ্রর বন্ধুর শাকিব আহত হয়েছেন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা সাথে জড়িতদের তিনি দ্রুত গ্রেপ্তার দাবি করেন।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান রুদ্র ও সাকিবকে আহত করার ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশে অভিযান চলছে।