নাটোর- ঢাকা রুটে বাস চলাচল বন্ধ যাত্রীদের ভোগান্তি#সংবাদ শৈলীনাটোর- ঢাকা রুটে বাস চলাচল বন্ধ যাত্রীদের ভোগান্তি#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

সোমবার(২২ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর থেকে ঢাকাগামী একতা পরিবহন বাদে সকল পরিবহনের কর্মচারিরা কর্মবিরতি পালন করায় বাস চলাচল বন্ধ রয়েছে।এতে করে ঢাকা গামী যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকে বিকল্প উপায়ে ঢাকা যাচ্ছেন। শ্রমিকরা জানান, শুধু নাটোর নয় চাপাই নবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকার সাথে বাসচলাচল বন্ধ রয়েছে।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়েনের নেতা আব্দুল মজিদ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
সরজমিনে নাটোর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, , দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও কেটিসির কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

দেশ ট্রাভেলসের ড্রাইভার আসাদ জানান, চাপাই ঢাকা আপ ডাউনে আমাদের দেয় ১৩৫০ টাকা , আমাদের দাবি ২২০০ টাকা, খোরাকী দেয় ৭০ টাকা আমাদের দাবি ১০০ টাকা হোটেল খরচ দেয় ১০০ টাকা আমাদের লাগে ২৪০ টাকা। কতৃপক্ষকে আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম।কিন্তু দাবি মেনে না নেওয়ায় আমরা কর্ম বিরতি পালন করছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। বাস টার্মিনালে উপস্থিত শ্রমিকরা জানান, তারা বাস চলাচল বন্ধ করেননি। তাদের পেটের দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন।
রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল আমরা শ্রমিকদের সাথে সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু তারা বর্তমান বেতনের প্রায় দ্বিগুণ বেতন দাবি করছেন। কিন্তু মালিকপক্ষ এতে রাজি নয়। তাই সমাধান হয়নি। তবে এ কয়েকটি ছাড়া অন্য কোম্পানির বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে নাটোর শহরের বড় হরিশপুর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সেখানে অনেক যাত্রী ঢাকায় যাওয়ার জন্য টার্মিনালে এসেছেন। কিন্তু বাস না পেয়ে তারা বিপাকে পড়েছেন। অনেকে বকিল্প উপায়ে ঢাকা যাচ্ছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *