স্টাফ রিপোর্টার
নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের একযুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের আলাইপুরে জেলা পরিষদের সামনে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। পরে সেখান থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ব্লাড ডোনার গ্রুপটির প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস, শিক্ষাবিদ অলোক কুমার মৈত্র, যাদুশিল্পী রাশেদ শিকদার, সমাজসেবক মামুন বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুরসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, একযুগ ধরে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই অসংখ্য রোগীর জরুরী প্রয়োজনে বিনামূল্যে রক্ত সরবরাহ করেছে সংগঠনটি। আগামীতেও মানবতায় সেবায় তারা আত্মনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।