বড়াই গ্রামের নিখোঁজের ঘন্টা পর পুকুর থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার #সংবাদ শৈলীবড়াই গ্রামের নিখোঁজের ঘন্টা পর পুকুর থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার #সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

বড়াইগ্রামে নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় আদম আলী (৫৫) নামে এক অসুস্থ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। মৃত আদম আলী ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ পঁচার ছেলে। 


নিহতের নিকটাত্নীয় মফিদুল আলম জানান, দুই বছর আগে স্ট্রোকের শিকার হয়ে আদম আলীর  বাম পা ও বাম হাত কিছুটা অকেজো হয়ে যায়। সোমবার সকালে ধানের জমিতে কর্মরত শ্রমিকদের সাথে দেখা করার উদ্দেশ্যে তিনি বের হন। কিন্তু দীর্ঘ সময় পরেও তিনি জমিতে না পৌঁছালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়। পরে বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের ২টি টিম সন্ধ্যা পর্যন্ত তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার  রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘন্টা খানেকের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে। 

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে যাওয়ার সময় পিছলে পুকুরের পানিতে পড়ে তিনি মারা গেছেন বলেই স্বজনদের ধারণা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *