১৫ আগষ্ট না হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের কাতারে থাকতে পারতো৷-পলক

  • শনিবার, ৫ আগস্ট, ২০২৩
১৫ আগষ্ট না হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের কাতারে থাকতে পারতো৷-পলক#সংবাদ শৈলী

 

স্টাফ রিপোর্টার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিরা ১৫ আগস্টে স্বাধীনতার চেতনা, অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করেছিল। ১০ বছরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শেখ রাসেল ইনকিউবেশন সেন্টারে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন, দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রপতি হয়েছিলেন সৈয়দ মোস্তাক আহমেদ আর সেনা প্রধান জিয়াউর রহমান। যে জিয়াউর রহমান সেনাবাহিনীর পোশাকে মার্শাল ল’ দিয়ে রাষ্ট্রও পরিচালনা করেছেন। সেনাবাহিনীর প্রধান থেকে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন জিয়া।

তিনি বলেন তৎকালীন বিএনপি সরকার বঙ্গবন্ধুর  হত্যার আইন ইনডেমনিটি পাশ করে কালো অধ্যায় রচনা করা হয়েছিলো। আজ যারা মানবাধিকারের কথা বলছে তারা সেসময় কোথায় ছিল?।এখন মার্কিন যুক্ত রাষ্ট্র ,অ্যমনেষ্টি ইন্টারন্যাশনাল মানবাধিকারের কথা বলছেন। সেদিন কোথায় ছিল তাদের মানবাধিকার। মুলত তাদের ইন্ধনেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।    তখন কোথায় ছিল মানাবাধিকার, কোথায় ছিল স্যাংশন। সে সময় মানুষের কথা বলার স্বাধীনতার ছিলো না। ১৫ আগষ্ট না হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের কাতারে থাকতে পারতো৷

প্রতিমন্ত্রী বলেন, ৩৭ বছর উন্নয়ন বঞ্চিত ছিল সিংড়া। অথচ মাত্র সাড়ে ১৪ বছরে সিংড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ১৮০ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক ও সিনে কমপ্লেক্স হবে হবে এখানে। ২০ একর জায়গায় ৩০০ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, হাইটেক পার্কসহ পাঁচটি প্রতিষ্ঠান হচ্ছে সিংড়ায়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে সভায় শেখ রাসেল ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোস্তফা কামাল ও একেএএম ফজলুল হক, জেলা প্রশাসক আবু নাসের ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকালে  প্রতিমন্ত্রী সিংড়া উপজেলা পরিষদ হলরুমে সাড়ে ৭ হাজার প্রতিবন্ধীদের ভাতার বই প্রদান করেন এবং শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com