স্টাফ রিপোর্টার
নাটোর -সিংড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন ভ্যানচালক সহ দুজন নিহত হয়েছেন। শনিবার রাত দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের খইরুদ্দিনের ছেলে ভ্যানচালক মোজাম্মেল হক ৪৫ এবং একই গ্রামের তাহেরের ছেলে আকতার-৫০।
নিহতের স্বজনরা জানায় রাত দশটার দিকে মোজাম্মেল খেজুর তোলার পাশে টেক্সটাইল মিলে যাত্রী নামিয়ে দে বারুইহাটি নিজ বাড়িতে ফিরছিলেন। পথে খেজুর তেলে এলাকায় দ্রুতগামী যানবাহন চাপা দিলে তারা গুরুতর আহত হন। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়। তবে কিসের সঙ্গে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি স্বজনরা।
এ বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুব হোসেন জানান ,তারা আহত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন । বাস অথবা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তাদের মৃত্যু হয়। তবে কোন যানবাহন তাদের ধাক্কা দিয়ে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে।