নিজস্ব প্রতিবেদক:
২০২২- ২০২৩ অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটরের লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, আউশ ধানের বীজ, সার এ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ মার্চ) দুপুরে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অডিটোরিয়ামে প্রায় সাড়ে ৫ হাজার কৃষকের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ বীজ ও সার বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।
এসময় টিআর প্রকল্পের ৫৫ টি চেক এবং ৮ জন দু:স্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার মাহাফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান লাভলু প্রমূখ।