স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে চুরি হওয়া তিনটি মিটার বিকাশে টাকা দিয়ে ফিরে পেয়েছে গ্রাহক।
বুধবার রাতে উপজেলার আহমেদপুর বাসস্ট্যান্ডে হামজা রাইচ মিল, আইয়ুব আলী রাইচ মিল ও গণি অটোমেশিনারীজের মোট ৩টি থ্রি ফেজের মিটার চুরি হয়।
বৃহস্পতিবার সকালে মিলের কর্মচারীরা চুরি হওয়া মিটারগুলো খুঁজতে গিয়ে প্রতিটি মিটারের জায়গাতে এক টুকরো কাগজে এ মোবাইল (০১৮৫৬-৬৬৫৪৯২) নম্বরটি দেখতে পায়। চিরকুটে লেখা রয়েছে মিটারগুলোর জন্য এ নম্বরটিতে যোগাযোগ করতে পারেন।
পরবর্তিতে মিল মালিকরা উক্ত নম্বরটিতে যোগাযোগ করলে অপর প্রান্ত হতে চুরি যাওয়া মিটার উদ্ধার বিষয়ে বিশ হাজার টাকা দাবি করেন এবং সময় নির্ধারণ করে দেন। মিল মালিক আইয়ুব আলী জানান, কৌশলে ঠিকানা জানতে চাইলে বেশি কথা না বলার জন্য অনুরোধ করেন তারা।
বিকাশে তিনটা মিটারের জন্য ১২ হাজার টাকা নেওয়ার পর মিটারগুলো কোথায় রাখছেন তা জানিয়ে দেন। কিন্তু এ নম্বর গুলোতে আর কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বিষয়টি নিয়ে তেমন কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে খতিয়ে দেখার চেষ্টা করবো।
Post Views: 115