স্টাফ রিপোর্টার
নাটোরে হিরোইন সংরক্ষণ ও বহনের দায়ে আবুল কালাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। এসময় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর বিচারক মোঃ সোহাগ তালুকদার এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ থানা এলাকার হাকিমপুর গ্রামের মোঃ আমজাদ আলী ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালে শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় নিমিত অভিযান পরিচালনা করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে আবুল কালামের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্যের অফিসার মো. নাজিম উদ্দিন বাদি হয়ে নাটোর সদর থানায় উপস্থিত হয়ে আবুল কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। দীর্গ ১২ বছর পর সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে মামলার আসামি আবুল কালামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে বিচারক। এসময় ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।