নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান মুছে দিল ছাত্রদল

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
নলডাঙ্গায় জয় বাংলা শ্লোগান মুছে দিল ছাত্রদল#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় রাতের বেলায় দেয়ালে দেয়ালে লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুুছে দিয়েছে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে লেখাগুলো সকলের নজরে আসার পরই লেখাগুলো মুছে দেয় মাধনগর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। এরআগে কে বা কারা শুক্রবার রাতের কোন এক সময় নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ স্লোগান লিখে রাখে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাঁদের প্রকাশ্যে কোন তৎপরতা ছিল না। শুক্রবার রাতের অন্ধকারে উপজেলার মাধনগর বাজার, মাধনগর ডিগ্রী কলেজ, এস. আই উচ্চ বিদ্যালয়, মাধনগর বাজারের প্রবেশমুখে, বাজেহালতি ব্রীজ, আনিচ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়। কালো কালিতে লেখা গুলো শনিবার দুপুরে স্থানীয়দের নজরে আসে। পরে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান মুছে দেয়।

মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন জানান, দেয়ালে দেয়ালে জয়বাংলা লিখে শান্ত নাটোরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। আমরা তা হতে দিবো না।

মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রাজন ইসলাম জানান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এসব দেয়াল লেখন করে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি আমাদের নজরে আসার পর লেখা গুলো ছাত্রদলের পক্ষ থেকে মুছে দিচ্ছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মাধনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু জানান, শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকেরা রাতের বেলায় দেয়ালে লিখে আতঙ্কের সৃষ্টি করছে। প্রশাসনের কাছে দাবি, তাদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হোক।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, যারা রাতের আধারে এ কাজ করেছেন তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com