রাবি অধ্যাপকের সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু

  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
রাবি অধ্যাপকের সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু#সংবাদ শৈলী

 

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল (সোমবার) রাত ২:৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে রাস্তার পাশে দিয়ে ট্রাক চলার সময় তিনি বালুর ওপর স্লিপ করে গাড়িসহ পড়ে যান। প্রথমে মাথায় আঘাতপ্রাপ্ত হন, এবং তিনি বেশ কিছুদূর গড়াতে থাকেন। রাস্তার উপরে থাকা রোড নির্দেশক লাইটে স্যারের মাথা ও হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপর দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ডিপ কোমায় চলে যান এবং গতকাল রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলা বিভাগের সভাপতি ড. শাহিদ ইকবাল গভীর শোক জ্ঞাপন করে বলেন, “ড. পুরনজিত ছিলেন আমারই প্রাক্তন ছাত্র। তাঁর মেধা ও পাণ্ডিত্য ছিল অতুলনীয়। তাঁর এই অকাল মৃত্যু আমাদের বিভাগের জন্য অপূরণীয় ক্ষতি।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com