স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে প্রথম চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সোমবার জ¦র পরীক্ষা করতে গিয়ে তারা ডেঙ্গু পজিটিভ হন। পরীক্ষার সময় নাম বললেও ডেঙ্গু শনাক্ত হওয়ায় দুইজন কৌশলে পালিয়ে যান। অন্য দুইজন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তবে এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ডেঙ্গু পজিটিভ হওয়া ৪ জনই ঢাকায় থাকেন। তাদের মধ্যে ২ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তিনি এও জানান, ডেঙ্গু চিকিৎসা সেবা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক বেড প্রস্তুত রাখা হয়েছে।
ডেঙ্গু রোগীরা হলেন- গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় এলাকার ফাউজিয়া খাতুন (২১), পাশর্^বর্তী তাড়াশের শামীম আহমেদ (২৮) এবং ঠিকানা না দিয়ে পালিয়ে যাওয়া রোগী ইলিয়াস হোসেন (২২) ও মো. হুসাইন (৩০)।