স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে নাটোর দিয়ে অভিনব কায়দায় শাড়ির ভাজের ভিতরে গাঁজা পাচারের সময় ১৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে ।গতকাল রাত ১১ টায় নাটোর নাটোর ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার শেরখালি আদর্শ গ্রামের আকবর আলীর ছেলে নাসিম মোল্লা ওরফে মদন ৬৫।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী এর উপ পরিচালক জনাব মোহাঃ জিল্লুর রহমান জানান, গোপান সংবাদের ভিত্তিতে নাটোর জেলার সদর থানা এলাকার দত্তপাড়া বাজারে রংপুর হতে সাতক্ষীরা শ্যামনগরগামী যাত্রীবাহী এম.কে পরিবহন বাসে তল্লাশী চালানো হয়। এ সময় বাসের ভিতরে বাম পাশে সামনের সিটে বসা টিকিট বিহীন যাত্রী নাসিম মোল্লা ওরফে মদন (৬৫) এর দেহ তল্লাশী করে তার দুই পায়ের মাঝে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৬কেজি গাজায় মোড়ানো ৪০ টি তাঁতের শাড়ি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।