স্টাফ রিপোর্টার
আগামী ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ উদযাপন এবং ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে আইন-শৃংখলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় উৎসবমুখর পরিবেশে জেলার ৩৪টি চার্চে বড়দিন উদযাপনে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত গ্রহন করা হয়। ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চার্চ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারী জোরদার করা হবে। ঐ সময়ে মাদকের অপব্যবহার রোধ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পটকা ফোটানো এবং ফানুস উড়ানো যাবে না। এছাড়া মোটরসাইকেলের লাগামহীন গতি রোধ করা হবে। উন্মুক্ত স্থানে উচ্চ স্বরে গান বাজানো যাবে না।
জেলার ৩৪টি চার্চের অনুকূলে ৫০০ কেজি করে চালের বরাদ্দপত্র ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মুক্তাদির রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা এবং চার্চের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন।