স্টাফ রিপোর্টার
নাটোরে বাসের চাপায় পিষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু এবং অপর এক শিশু আহত হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হয়মতপুর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।নিহত শিশু কাঠালবাড়িয়া নতুন বাজার কওমি মাদ্রাসার ছাত্র এবং নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর লক্ষণহাটি গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে ইসমাইল হোসেন ৬ । অপরদিকে আহত শিশু তেবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকার তুষার হোসেনের ছেলে ইসরাফিল ৪ ।
প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হয়বতপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস চাপা দিলে শিশু দুটি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা ইসমাইলকে মৃত ঘোষণা করেন ।অপরদিকে গুরুতর আহত ইসরাফিলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাঠালবাড়িয়া নতুন বাজার কওমি মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ জানান ,শিশু ইসমাইল তার মাদ্রাসার শিক্ষার্থী।সে দাদির সাথে হয়বতপুর বাজারে ডাক্তার দেখাতে এসেছিলেন ।
এ বিষয়ে নাটোর থানার ওসি মা মাহাবুব হোসেন জানান বাসটি শিশু দুটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যেতে চেষ্টা করে এক পর্যায়ে নাটোর সদর উপজেলার স্বপ্নে এলাকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা লেগে থেমে যায় এ সময় চালক ও হেলপার বিলের মধ্যে দিয়ে পালে যেতে সক্ষম হয় তিনি জানান এ ঘটনায় নাটোর থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি তবে পুলিশ বাসটিকে আটক করেছে ।