স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় শেয়ালের কামড়ে দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে নলডাঙ্গাা উপজেলাা সদর ও পরে নাটোর আধুনিক সদর হাসপাাতালেল ভর্তি করা হেেয়য়ছে। বুধবার সকালে নলডাঙ্গা উপজেলা বাসিলা কাচারিপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের স্বজনরা জানান, বাসিলা কাচারিপাড়ায় কৃষক শরৎচন্দ্র দাস-৭০ বুধবার শীতের সকালে নিজ বসত বাড়িতে রোদ পোহাচ্ছিলেন । এসময় হঠাৎ করে শিয়াল আক্রমণ করে শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে যখম করে। শরৎচন্দ্র দাস কে উদ্ধার করতে আসলে স্থানীয় আরো এক জন কৃষক ফিরোজ (৪০) কে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয়দের সাহায্য সহযোগিতায় কৃষক শরৎচন্দ্র দাস এবং ফিরোজকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় পরবর্তীতে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে এলাকায় প্রচুর শিয়ালের উপদ্রব বেড়েছে ।এজন্য স্থানীয়রা স্থানীয় প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।
নাটোর সদর হাসপপাাতালের আর এমও কামাল ভূূইযা বলেন ,আহতদেরকে চিকিৎসা দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।#