স্টাফ রিপোর্টার
নাটোরের আজিমনগর রেলওয়ে স্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে নিজাম উদ্দিন নিজু (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধা ৭ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নিজু গোপালপুর পৌরসভা এলাকার বিষ্টপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
প্রত্যক্ষ দর্শিরা জানায়, মঙ্গলবার সন্দা ৭টার দিকে বাজার থেকে ট্র্রেন লাাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজিমনগর রেলওয়ে স্টেশন ম্যানেজার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।