আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ উদ্যাপনের অংশহিসেবে “রাষ্ট্রের মূলধারয় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকাল ৯:০০ টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মো: মাছুদুর রহমান এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীলসমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ, সনাক সদস্য, ইয়েস সদস্য ও টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মো: মাছুদুর রহমান বলেন, বিভিন্ন প্রল্পের নাম বাজেটসহ অন্যান্য তথ্য জনসাধারণের কাছে উন্মুক্ত করতে হবে। তিনি টিআইবি’র ওয়েবপোর্টাল পর্যবেক্ষেণের প্রেক্ষাপটে নাটোরের যে সকল সরকারি প্রতিষ্ঠান ওয়েবসাইটে যথাযথভাবে তথ্য প্রদান করেনি তাদের তলিকা করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আমাদের সকলকে আইনটির যথাযথ বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও সভায় সনাক সদস্যবৃন্দ উপস্থিত হয়ে তথ্য অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ বিষয় সমূহ উপস্থাপন করেন এবং সভায় টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ শফিউল ইসলাম- নাটোর জেলার সরকারি অফিস সমূহের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন।