সংবাদ শৈলী রিপোর্ট
সরকারের পদত্যাগ, জাতীয় সংসদের বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক দফা ঘোষণা করেছে বিএনপি।
আজ বুধবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দিয়ে বলেন, অবৈধ কর্তৃত্ববাদী ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ এক দফা দাবি। অবৈধ সরকারের বিলুপ্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন, গায়েবি মামলা প্রত্যাহার করে সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে।
তিনি বলেন, ‘আমাদের এ দাবি আদায়ে আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে বিবেল ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
একইভাবে এদিন সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে একই কর্মসূচি করা হবে। এর পরদিন ১৯ জুলাই ঢাকার আব্দুল্লাহপুর থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করা হবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্বাচন চাই।
কিন্তু সেই নির্বাচন আপনার মতো শিয়ালের হাতে চাই না। কারণ আপনি তো কুমিরের বাচ্চাটাকে বারবার একই কায়দায় খেয়ে ফেলবেন। ২০১৪ ও ২০১৮ সালে খেয়েছেন। এখন আরেকবার খেতে চাচ্ছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের এই এক দফা আন্দোলনের ঘোষণা ব্যক্তি মির্জা ফখরুলের নয়, তরুণ প্রজন্মের তারুণ্যের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এ ঘোষণা।
দেশের ১৮ কোটি মানুষ, যারা গণতন্ত্রের জন্য তাকিয়ে আছে, তাদের জন্য ঘোষণা।’