স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাটোর জেলা আওয়ামীললীগের কোষাধ্যাক্ষ ঘোড়া প্রতীকের প্রার্থী আহম্মদ আলী মোল্লা।
বুধবার(২৯মে) রাতে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
আহম্মদ আলী মোল্লা ঘোড়া প্রতীক নিয়ে ২০ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিয়ার রহমান (আনারস) নিয়ে ১৯ হাজার ৯০৩ ভোট পেয়েছেন।
এর আগে, ৭২টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গননা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
গুরুদাসপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৭২টি ভোটকেন্দ্র ৫০৩ ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ১ লাখ ৮১ হাজার ৭৯৪ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার সংখ্যা ৯১ হাজার ১৫৪ জন এবং নারী ভোটার ৯০ হাজার ৬৩৯ জন ভোটার রয়েছে। এ উপজেলায় একজন হিজড়া ভোটার রয়েছে। এ উপজেলায় তিন পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Post Views: 356